Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (০৩ বছর) প্রধান অর্জনসমূহ :

শিশু উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ শিশু একাডেমি, যশোর জেলা শাখার মাধ্যমে বিগত ০৩ (তিন) বছরে বিভিন্ন কার্যক্রম বাসত্মবায়িত হয়। এ সকল কার্যক্রমে প্রায় ১.৬ লক্ষ শিশু অংশগ্রহণের সুযোগ পায়। তৃণমূল পর্যায় থেকে শিশুর সুপ্ত মেধা ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশের সর্ববৃহৎ প্রতিযোগিতার আসর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রতি বছর ৩০টি বিষয়ে ক, খ, গ বিভাগে ৭৯টি প্রতিযোগিতা উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ ও জাতীয় (National) পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর প্রায় ৬ হাজারের অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একইভাবে দেশব্যাপী ০৪টি বিষয়ে দলগতভাবে শিশুদের মৌসুমি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিবছর প্রায় ০১ (এক) হাজারের অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিগত ০৩ (তিন) বছরে ৩৯০ (তিন শত নববই) জন শিশুকে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ মোট ০৪টি বিষয়ে সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিগত ০৩ (তিন) বছরে ১৮০ (একশত আশি) জন গরীব শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়েছে। শিশুদেরকে অধিক হারে পাঠাভ্যাস, বইপড়া আন্দোলন ও পাঠে মনযোগী করে তোলার লক্ষ্যে বিএসএ কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক প্রকাশিত ৬,০০০ (ছয় হাজার) কপি শিশুতোষ গ্রন্থ ও শিশু পত্রিকা বিক্রয় করা হয়, যার মূল্য প্রায় ০৩ (তিন) লক্ষ টাকা। বছরে প্রায় তিন হাজার শিশু লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ লাভ করে। বিভিন্ন জাতীয় ও আমত্মর্জাতিক দিবস পালন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু আনন্দমেলা, সাংস্কৃতিক উৎসব, শিশুনাট্য, র‌্যালি, সভা, সেমিনার, মেলা, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি ক্ষেত্রে বৎসরে প্রায় ৩০ হাজার শিশু অংশগ্রহণ করে থাকে।